df
মাউন্টকৃত সকল ফাইল সিস্টেমের আয়তন দেখায়।
ps aux
চলন্ত প্রসেসগুলোর নাম ও অন্যান্য কিছু বৈশিষ্ট্য দেখায়। কমান্ডটির সংক্ষিপ্তরূপ হল ps ax ।
rm filename
filename
নামের
ফাইলটিকে
মুছে
ফেলে।
rm -R
dir
dir
নামের
ডিরেক্টরি
ও তার
অন্তর্গত
সকল
সাবডিরেক্টরি
মুছে ফেলে
-- এই
কমান্ডটি
ব্যবহারের
পূর্বে
যথেষ্ট
সতর্ক
হওয়া
প্রয়োজন।
ls -R
বর্তমান
ডিরেক্টরি
ও তার
বিভিন্ন
সাবডিরেক্টরিতে
অবস্থিত
সকল
ফাইলের
নাম
দেখায়।
ফাইল খুজে
বের করার
কোন ভাল
পদ্ধতি
যখন আমার
জানা ছিল
না তখন আমি
ls
কমান্ডটি
ব্যবহার
করে -AFR
>
where.txt
/
অথবা /usr
ডিরেক্টরির
সব ফাইলের
তালিকা
তৈরী করে
তাতে
দরকারী
ফাইলটি
খুজতাম।
passwd
কোন সাধারণ ব্যবহারকারী বা root এর পাসওয়ার্ড পরিবর্তন করে।
man hier
ইউনিক্সে ব্যবহৃত ফাইল সিস্টেম বিন্যাসের ওপর লিখিত ম্যানুয়াল পেজ দেখায়।
find
কমান্ড
ব্যবহার
করে /usr
ডিরেক্টরির
কোন ফাইলকে
এভাবে
খুঁজে পেতে
পারেন,
#
find /usr -name "filename"
আপনি
ইচ্ছা করলে
filename
এর
পরিবর্তে
ওয়াইল্ডকার্ড
হিসেবে *
ব্যবহার
করতে পারেন
(ফাইলের
নাম লিখলে
তার পূর্বে
ও পরে
উদ্ধৃতি
চিহ্ন
থাকবে)।
যদি find
কমান্ডকে
/usr
এর
পরিবর্তে
/
ডিরেক্টরির
নাম দেয়া
হয় তবে
সিডিরম ও
ডস
পার্টিশনসহ
মাউন্টকৃত
সকল ফাইল
সিস্টেমেই
ফাইলটি
খোঁজা
হবে।
ইউনিক্স কমান্ড ও ইউটিলিটির ওপর একটি চমত্কার বই হল, অ্যাব্রাহাম ও লারসেনের লেখা Unix for the Impatient (2nd ed., Addison-Wesley, 1996). এছাড়া ইন্টারনেটেও ইউনিক্স এর ওপর প্রচুর তথ্য পাওয়া যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল Unix Reference Desk ।
This, and other documents, can be downloaded from http://ftp.FreeBSD.org/pub/FreeBSD/doc/
For questions about FreeBSD, read the
documentation before
contacting <questions@FreeBSD.org>.
For questions about this documentation, e-mail <doc@FreeBSD.org>.