এ অবস্থায়
সম্ভবত
আপনার
প্রিন্টার
কাজ করছে
না। তাই
কোন
ম্যানুয়াল
পেজকে
ফ্লপিতে
করে ডস-এ
নিয়ে
কিভাবে
প্রিন্ট
করবেন তার
বর্ণনা
এখানে দেয়া
হল। মনে
করুন আপনি
কোন ফাইল
ব্যবহারের
অনুমতি
পরিবর্তনের
প্রক্রিয়া
ভালভাবে
পড়তে
চাইছেন
(এটি
যথেষ্ট
গুরুত্বপূর্ণ
একটি
ব্যাপার)।
man
কমান্ড
ব্যবহার
করে আপনি
এসম্পর্কে
পড়তে
পারবেন,chmod
%
man chmod | col -b > chmod.txt
এই
কমান্ডটি
chmod
এর
ম্যানুয়াল
পেজকে
স্ক্রীনে
না দেখিয়ে
chmod.txt
ফাইলে লিখে
দেবে। এখন
ফ্লপি
ড্রাইভে
একটি ডস
ফরম্যাটের
ফ্লপি
রাখুন, su
কমান্ড
ব্যবহার
করে root হোন
এবং লিখুন
#
/sbin/mount -t msdos /dev/fd0 /mnt
এর ফলে /mnt
ডিরেক্টরিতে
ফ্লপি
ড্রাইভ
মাউন্ট
হবে।
এখন যে
ডিরেক্টরিতে
chmod.txt
নামের
ফাইলটি
তৈরী
করেছেন
সেখানে
গিয়ে chmod.txt
কে ফ্লপিতে
কপি করতে
পারেন
(এজন্য root
হিসেবে কাজ
করার কোন
প্রয়োজন
নেই, তাই
exit
লিখে
অনায়াসে jack
হিসেবে
কাজকর্ম
চালিয়ে
যেতে
পারেন)।
%
cp chmod.txt /mnt
ls
কমান্ড
লিখলে /mnt
/mnt
ডিরেক্টরির
সব ফাইলের
নাম দেখতে
পাবেন এবং
সেখানে
chmod.txt
এর
নামও
থাকবে।
আপনি
বিশেষ করে
/sbin/dmesg
কমান্ডের
আউটপুটকে
একটি ফাইলে
লিখে রাখার
প্রয়োজনীয়তা
অনুভব করতে
পারেনঃ
%
/sbin/dmesg > dmesg.txt
তৈরী হয়ে
গেলে
ফাইলটিকে
ফ্লপিতে
স্থানান্তর
করতে
পারেন।
/sbin/dmesg
আউটপুট
হিসেবে
বুটলগ
রেকর্ড
দেখায় এবং
এটি
বিশেষভাবে
গুরুত্বপূর্ণ
কারণ এর
মাধ্যমে
জানা যায়
যে FreeBSD চালু
হওয়ার সময়
কি কি
যন্ত্রপাতি
সনাক্ত
করেছে। যদি
আপনি FreeBSD Generals Questions
মেইলিং
লিস্ট
<freebsd-questions@FreeBSD.org>
কিংবা কোন
ইউজনেট
গ্রুপে
এধরনের কোন
প্রশ্ন
করেন যে, “FreeBSD
আমার
কম্পিউটারের
টেপড্রাইভ
খুজে
পাচ্ছে না,
এখন আমি কি
করব ?” তবে
উত্তরদাতাদের
প্রত্যেকেই
dmesg
কি
দেখাচ্ছে
তা জানতে
চাইবে।
এখন আপনি root হিসেবে ফ্লপিড্রাইভকে ডিসমাউন্ট করতে পারেন,
#
/sbin/umount /mnt
এবার
ফ্লপি
ডিস্কটি
বের করে
কম্পিউটার
রিবুট করুন
ও তারপর
ডস-এ
প্রবেশ
করুন। এই
ফাইলগুলোকে
ফ্লপি থেকে
কোন একটি
ডস
ডিরেক্টরিতে
কপি করে
ডস-এর EDIT,
উইন্ডোসের
নোটপ্যাড,
ওয়ার্ডপ্যাড
বা অন্য
কোন
ওয়ার্ডপ্রসেসরে
ওপেন করুন
এবং ছোটখাট
কোন
পরিবর্তন
করুন যেন
ফাইলটিকে
নতুন করে
সেভ করার
সুযোগ
পাওয়া যায়।
এরপর
ফাইলটি
প্রিন্ট
করুন। আশা
করা যায় যে
এই
পদ্ধতিতে
ফাইলটি ঠিক
মতই
প্রিন্ট
হবে।
সবচেয়ে ভাল
ফল পাওয়ার
জন্য ডস-এর
print
কমান্ড
ব্যবহার
করে
ম্যানুয়াল
পেজকে
প্রিন্ট
করতে
পারেন। (এ
মুহূর্তে FreeBSD
থেকে
মাউন্টকৃত
কোন ডস
পার্টিশনে
সরাসরি
ফাইল কপি
করাটা
কিছুটা
ঝুকিপূর্ণ)
FreeBSD থেকে
প্রিন্ট
করার জন্য
/etc/printcap
ফাইলে একটি
এন্ট্রি
থাকতে হবে
এবং /var/spool/output
ডিরেক্টরিতে
এই
এন্ট্রির
নামানুসারে
একটি
ডিরেক্টরি
থাকতে হবে।
যদি আপনার
প্রিন্টারটি
lpt0
পোর্টে
(যাকে ডস-এ
LPT1 বলা হয়)
থাকে এবং /var/spool/output
ডিরেক্টরিতে
lpd
নামে কোন
ডিরেক্টরি
না থাকে
তবে root
হিসেবে mkdir
কমান্ড
দিয়ে lpd
lpd
নামের
ডিরেক্টরিটি
তৈরী করলেই
প্রিন্টারটি
হয়তো কাজ
করবে।
প্রিন্টারটি
FreeBSD'তে কাজের
উপযোগী হলে
সিস্টেম
বুট হওয়ার
সময় সাড়া
দেবে এবং lp
বা lpr একটি
ফাইল
প্রিন্ট
করার
চেষ্টা
করবে।
ফাইলটি শেষ
পর্যন্ত
প্রিন্ট
হবে কি হবে
না তা
নির্ভর করে
প্রয়োজনীয়
প্রিন্টার
কনফিগারেশনের
ওপর।
প্রিন্টার
কনফিগার
করার
বিস্তারিত
বিবরণ
রয়েছে FreeBSD হ্যান্ডবুকে।
This, and other documents, can be downloaded from http://ftp.FreeBSD.org/pub/FreeBSD/doc/
For questions about FreeBSD, read the
documentation before
contacting <questions@FreeBSD.org>.
For questions about this documentation, e-mail <doc@FreeBSD.org>.